মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং প্রীতি ফুটবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়ালন্দ ঘাট থানা, বীর মুক্তিযোদ্ধাসহ স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাক্ষ প্রফেসর আয়ুব আলী সরদার, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক, গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুদার, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যাক্ষ আব্দুল কাদের শেখসহ উপজেলা সকল দপ্তর প্রধানগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫-এর ১৫ আগষ্ট ঘাতকেরা নির্মমভাবে শেখ কামাল কে হত্যা করে ক্ষান্ত হননি। থেমে নেই তাদের ষড়যন্ত্র, একাত্তরের পরাজিত শত্রুরা এখনো সক্রিয় যে কোন মূল্যে তাদের প্রতিহত করতে হবে।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাত্রিতে তিনি জাতির জনকের হত্যাকারী ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।
আয়োজিত আলোচনা সভায় দোয়া মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ গোলাম আজম খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার।