মইনুল হক, গোয়ালন্দঃ ডিবির পৃথক অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইয়াবা ও হেরোইনসহ এক নারী সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আটককৃতরা হলো, ১৫০ পিস ইয়াবাসহ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার মৃতঃ কুটি শেখ এর ছেলে মোঃ আজগর শেখ (৩৯) ও ১০ গ্রাম হেরোইনসহ (১০০ পুড়িয়া) উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার রহিম এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ ওমর মোল্লার মেয়ে মোছাঃ মেঘলা ওরফে আশা বেগম (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে সোমবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া ১৫০ পিস ইয়াবাসহ (১০০ পুড়িয়া) এক ও একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।