মইনুল হক, রাজবাড়ীঃ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের যুগ্ন–সচিব শিবির বিচিত্র বড়ুয়া মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা কার্যালয় পরির্দশন করেন। একই সাথে তিনি পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক (DDLG) আসাদুজ্জামান রিপন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় তিনি গোয়ালন্দ পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম ও জলবায়ু প্রকল্পের সোলার স্ট্রিট লাইট পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পৌরসভার হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্যোগ নিতে হবে। পৌরসভার জন্ম নিবন্ধন যথাযথ নিয়মে হালনাগাদ করতে হবে। পরিশেষে তিনি গোয়ালন্দ পৌরসভার কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন।