মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকা থেকে ১২ গ্রাম হেরোইন সহ (১২০ পুড়িয়া) দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, কুষ্টিয়া জেলার কুমারখালি থানার শেরকান্দি এলাকার জালাল শেখ এর ছেলে মোঃ রমজান শেখ (৪১) ও ফরিদপুর জেলার ঈশানগোপালপুর এলাকার হাসেম মোল্লার ছেলে মোঃ মুসা মোল্লা (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে শনিবার (১৫ জুলাই) দুপুর ১২ টার দিকে এস.আই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেইটের মহাসড়কের উপর থেকে উক্ত আসামীদেরকে মাদকসহ গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইন সহ (১২০ পুড়িয়া) তাদেরকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।