আবুল হোসেন ও মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার দুপুরের দিকে যাত্রী নামিয়ে দৌলতদিয়া ঘাট থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে দ্রুত গতির যাত্রীবাহি বাস চাপায় জাহিদ শেখ (৪০) নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। জাহিদ গোয়ালন্দ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত আরজু শেখ এর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, শনিবার পৌনে ১২টার দিকে যাত্রী নামিয়ে দিয়ে জাহিদ দৌলতদিয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত খালি রিক্সা চালিয়ে গোয়ালন্দ বাসষ্ট্যান্ডের দিকে আসছিলেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের পাশে ডাইভার্সন এলাকায় মহাসড়ক ঘেঁসে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে ডান দিকে মোড় দেয়। এসময় পিছনে ঢাকা থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো ব-১৫-৪৫৮৫) রিক্সাটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে রিক্সাটি মহাসড়কের পাশে পড়ে। রিক্সাচালক ছিটকে অন্তত ১০ গজ দূরে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে দেখেন রিক্সা চালক ঘটনাস্থলেই মারা গেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি তদারকি করে। তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করে গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশে খবর দেয়। সোয়া ১২টার দিকে হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে এসে পৌছে।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ট্রাফিক উপপরিদর্শক পরিদর্শক (টিএসআই) আবুল বাশার বলেন, থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে পূর্বাশা পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে সুরতাল রিপোর্ট শেষে হাইওয়ে থানায় নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।