মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ বয়স্ক এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সামচাঁদ মোল্লা (৬৫)। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ছোটভাকলা পূর্ব অংশ গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত দশটার দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির চৌচালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষ থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ সামচাঁদ মোল্লাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃত সামচাঁদ মোল্লার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পূর্বে আরো দুটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান সামচাঁদ মোল্লা একজনি চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় পূর্বে দুটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। শুক্রবার রাতে নতুন করে আরেকটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।