নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫ কেজি গাঁজাসহ ৫ মামলার আসামীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে মোঃ নাছিরুল বিশ্বাস (৪৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির ওসি মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে বুধবার (৬ জুলাই) রাত ১০ টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই দীপন কুমার মন্ডল, সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া এলাকা থেকে উক্ত আসামীকে ৫ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার দাম আনুমানিক তিন লক্ষ টাকা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাঁজাসহ উক্ত আসামীকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়। তিনি আরও জানান, আসামী মোঃ নাছিরুল বিশ্বাস এর বিরুদ্ধে পূর্বের বালিয়াকান্দি থানায় তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও দুইটি হুমকি/ভীতি প্রদর্শন/চুরি সহ মোট পাঁচটি মামলা রাজবাড়ী বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।