নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌর শহরের লক্ষ্মীকোল কালিবাড়ি এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও ১০ পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে লক্ষ্মীকোল কালিবাড়ি এলাকার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম শরীফ সরদার(২৮)। সে রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীকোল কালিবাড়ি এলাকার শহীদ সরদারের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীকোল কালিবাড়ি এলাকায় শহদী সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ছেলে শরীফ সরদারের শোবার ঘরের বিছানার নিচ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১০পিস ইয়াবা ও একটি কার্তুজের খোসা সহ শরীফ সরদারকে আটক করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।