Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শখের গরু বিক্রির সোয়া দুই লাখ টাকা নিয়ে গেল অজ্ঞান পার্টির সদস্যরা

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জুলাই ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মমিন মন্ডল (৪৫) আর হাসেম শেখ (৪০) দুইজন সর্ম্পকে আপন ভাইরা ভাই। গত মঙ্গলবার ঢাকায় তাদের নিজেদের পালিত দুটি ষাঁড় গরু ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। গত বুধবার সকালে তারা রাজবাড়ীর কালুখালী বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। মানিকগঞ্জর পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে ওঠার সময় কে বা কারা তাদের অচেতন করে সমস্ত টাকা নিয়ে যায়। পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিলেন তারা।

মমিন মন্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার সাতটা গ্রামের মৃত গমেজ উদ্দিন মন্ডলের ছেলে। আর হাসেম শেখ একই উপজেলার পাড়া বেলগাছি গ্রামের মহির উদ্দিন শেখ এর ছেলে। তাদের বুধবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে নৌপুলিশ রো রো (বড়) এনায়েতপুরী নামক ফেরি থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের এখনো জ্ঞান ফিরে আসেনি।

অসুস্থ্যদের পরিবার ও স্থানীয়রা জানান, মমিন মন্ডল ও হাসেম শেখ সংসারের সচ্ছলতার জন্য নিজেরা ষাঁড় গরু পালেন। উদ্দেশ্যে কোরবানীর ঈদের সামনে ভালো দামে বিক্রি করা। তারা অনেক যত্ন ও লালন পালন করে দুটি ষাঁড় গরু বিক্রির উপযোগী করে তুলেন। গত সোমবার ছোট ট্রাকযোগে গরু দুটি ঢাকায় বিক্রি করতে নেয়। মঙ্গলবার রাতে ষাঁড় দুটি ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। বুধবার ভোরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে সকাল ৬টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌছে ফেরি এনায়েতপুরী উঠেন। ফেরির ছাদে বিশ্রামে থাকা অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের পানি খাওয়ান।

এ সময় মমিন মন্ডলের কাছে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার এবং হাসেম শেখ এর কাছে থাকা ৯৫ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। সকাল ৭টার দিকে ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌছে। অচেতন অবস্থায় তাদের পরে থাকতে দেখে ফেরির লোকজন দৌলতদিয়া নৌপুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় মমিন মন্ডল ও হাসেম শেখকে উদ্ধার করে নিয়ে যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মুঠোফোনে বাড়ি থেকে ফোন আসায় পরিচয় নিশ্চত হয়ে পুলিশ খবর দিলে পরিবারের লোকজন হাসপাতালে আসেন।

হাসপাতালে থাকা মমিন মন্ডলের স্ত্রী জাহেদা বেগম বলেন, কোরবানীর ঈদ উপলক্ষে অনেক কষ্ট ও যতœ করে ষাঁড় গরুটি পালন করেছিলাম। তার গরুটি ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেছিল বলে জানিয়েছিল। এখন তো আমাদের সবই চলে গেল বলে তিনি আক্ষেপ করতে থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা প্রদীপ কান্তি পাল বলেন, সকালে অচেতন অবস্থায় দুই গরু ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফিরে আসেনি। তাদের জ্ঞান ফিরতে আরেকটু সময় লাগবে।

অভিযোগ রয়েছে, সারা বছরের পাশাপাশি ঈদের সময় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় অজ্ঞান পার্টি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। নৌপুলিশের ঢিলে ঢালা কর্তব্য পালনের কারনে অজ্ঞান পার্টির সদস্যরা প্রকাশ্য দিবালোকে দুই গরু ব্যবসায়ীর নগদ সোয়া দুই লাখ টাকা নিয়ে গেছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, ঈদের সামনে অপরাধী চক্রের তৎপরতা বাড়ায় উভয় ঘাটে নৌপুলিশের টহল জোরদার করা হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে অত্যন্ত সুকৌশলে অজ্ঞান পার্টির সদস্যরা পানির সাথে নেশা জাতীয় পান করিয়ে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। তাদের মুঠোফোন থেকে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা