নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানার সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার প্রমূখ।
এছাড়া সভায় ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তৃতা করেন। যে কাজ গুলো এখনো অসম্পন্ন রয়েছে তা সম্পন্ন করতে কতৃপক্ষকে অনুরোধ জানান।