Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর
  5. শিক্ষা
  6. ধর্ম ও জীবন

অসহায় সাগর, ইউনুছের পাশে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরী পাড়ার সাগর মোল্লা (৪১) ফুচকা-চটপটি বিক্রি করে সংসার চালাতেন। পরিবারে বাবা-মার পাশাপাশি রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান। ছয় সদস্যের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাগর। সম্প্রতি ওমানে যাওয়ার জন্য নিজের ভিটে-বাড়ি যা ছিল সবকিছু বিক্রি করে টাকা জমা দিলেও হার্টস্ট্রোক করে অসুস্থ্য হয়ে পড়ায় সব হারিয়ে এখন সে নিঃশ্ব।

অসহায় সাগর মোল্লার পাশে এসে দাঁড়িয়েছে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা। সোমবার দুপুরে অসুস্থ্য সাগর মোল্লার হাতে তুলে দেওয়া হয় নগদ ৫ হাজার টাকা। একই সাথে আরেক অসহায় ইউনুস শেখ এর হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা। গোয়ালন্দ বাজার প্রথম আলো বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে নগদ এ অর্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বন্ধু প্রকৌশলী রাকিবুল হক ওভি প্রমূখ। বন্ধুসভার বন্ধু সিঙ্গাপুর প্রবাসী ইয়াকুব হোসেন ও বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ন আহম্মেদ এর সহযোগিতায় এ অর্থ প্রদান করা হয়।

সাগর মোল্লা বলেন, শারীরিক নানা সমস্যার কারনে ভালো কাজও করতে পারি না।ভ্যানে ফুচকা-চটপটি বিক্রি করতাম। নিজের ছেলেকে মাদরাসায় হাফেজি পড়াশুনা করিয়েছি। মেয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করে। রয়েছে সংসারের প্রতিদিনের খরচ। স্থানীয় এক ব্যক্তির কথা প্রলুদ্ভ হয়ে ভিটে-বাড়ি ও ফুচকা-চটপটির ভ্যান গাড়ি বিক্রি করে ওমানের যাওয়ার জন্য ৪ লাখ টাকা জমা দেই। প্রায় ৭-৮ মাস আগে ওমানের যাওয়ার চার-পাঁচ দিন আগে হঠাৎ হার্টষ্ট্রোক করে।গোয়ালন্দ পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকায় স্থানান্তর করে। আমার ওমানে যাওয়া সব শেষ হয়ে যায়। ভিসার টাকা পয়সা মার হয়ে যায়।

তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন দ্রুত রিং পড়াতে হবে। এজন্য আরো কয়েক লাখ টাকা লাগবে। অথচ বিদেশে যাওয়ার যে টাকা দিয়েছে তা ফেরত পাইনি। এদিকে বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋন করে টাকা নিয়েছিলাম। প্রতিদিন তারা টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে। এখন ঋনের টাকা দিব, নিজের চিকিৎসার খরচ চালাবো না সংসার চালাবো। এছাড়া জিনিসপত্রের যে দাম। আমার পক্ষে এই সংসার চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। দিন দিন আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ছি।

বন্ধুসভার থেকে নগদ পাঁচ হাজার টাকা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাগর মোল্লা। তিনি বলেন, আমি কখনো ভাবিনি এভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে। তবে বন্ধুসভা যে এগিয়ে এসেছে এজন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।

এসময় বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল বলেন, প্রথম আলো ও তার বন্ধুসভা অসহায় খেটে খাওয়া মানুষের পাশে সব সময় আছে। আমরাও আপনার পাশে আছি। আগামীতেও আরো কিছু করার চেষ্টা করবো।

এদিকে গোয়ালন্দ বাজারের বিভিন্ন দোকানের মাল ছামানা আনা নেওয়ার কাজ করে দেওয়ার বিনিময়ে ইউনুছ শেখ যা পান তাই দিয়ে নিজের সংসার চালান। বাবা নেই। অসুস্থ্য বৃদ্ধা মা, স্ত্রী আর দুই কন্যা সন্তান নিয়ে চলে ইউনুসের সংসার। প্রতিবারের মতো এবারও বন্ধুসভার পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ।

নগদ টাকা পেয়ে অনেক খুশি হয়ে ইউনুছ শেখ বলেন, আপনারা প্রতি বছর আমারে খোঁজ খবর নেন। এ জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা