নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান বেপারী পাড়া জামে মসজিদে স্থানীয় মুসুল্লীদের সাথে করে বন্ধুসভার সদস্যরা ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
“ভালোর সাথে, আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সফিক মন্ডল এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুঞ্জুরুল আলম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আজিজুল হক, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, বন্ধুসভার উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, রাজবাড়ী জেলার পুরুষ্কারপ্রাপ্ত কৃষক, উদ্যোক্তা হুমায়ন আহম্মেদ, বন্ধুসভার সহসভাপতি জীবন চক্রবর্তী, সহসভাপতি ডা. জাকির হোসেন, সহসভাপতি শামসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক রাজা বিশ্বাস সহ বন্ধুসভার সদস্য ও স্থানীয় মুসুল্লীগন।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বদিউজ্জামান বেপারী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. মুঞ্জুর এলাহী। এসময় প্রথম আলো বন্ধুসভার সার্বিক কাজ নিয়ে প্রশংসা করেন আলোচকরা। তারা বন্ধুসভার এমন ভালো কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ভালো কাজের সাথে প্রথম আলো এবং বন্ধুসভার সাথে তারাও আছেন বলে জানান।