নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মোটরসাইকেলে করে পাচারকালে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে আটক করেছে। এসময় মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫৩ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মোটরসাইকেল আরোহীর নাম মো. মিন্টু মোল্লা (৩৬)। সে যশোর পৌরসভার চোপদার পাড়ার শংকরপুর গ্রামের মৃত আশরাফ মোল্লার ছেলে। র্যাব তার কাছ থেকে ১৫৩ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল, একটি মোবাইল, ২টি সিমকার্ড ও মাদকবিক্রির ১২০০ টাকা জব্দ করে।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দৌলতদিয়া ফেরি ঘাট থেকে মোটরসাইকেলে পাচারকালে ২০৪ বোতল ফেনসিডিলসহ সোহরব মন্ডল নামের এক তরুণকে গ্রেপ্তার করে।
শনিবার দুপুরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আক্তার এবং সিনিয়র এএসপি মো. নাজমুল হক এর নেতৃত্বে অভিযান চালানো হয়। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে নদী পাড়ি দেয়ার আগ মুহুর্তে মোটরসাইকেলে ফেনসিডিলসহ আরোহীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শনিবার গোয়ালন্দ ঘাট থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
এছাড়া গত বৃহস্পতিবার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেনসিডিল সহ মো. সোহরব মন্ডল (২৬) নামের এক তরুণ মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করে। সে ঝিনাইদহ মহেশপুর থানার অনন্তপুর গ্রামের মো. রুস্তুম মন্ডলের ছেলে। র্যাব এসময় একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন, তিনটি সিমকার্ড ও মাদক বিক্রির ২৫০০ টাকা জব্দ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে র্যাব।