Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

পাগল বলে কটাক্ষ করায় গোয়ালন্দে তরুণকে কুপিয়ে জখম

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পাগল বলে কটাক্ষ করাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উপজেলার উজানচর ইউপির মৈজদ্দিন মন্ডল পাড়া জামে মসজদের সামনে মোঃ শাহাদাত শেখ (২২) নামের এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। তাকে রাতেই উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহাদাত শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন উজানচর মৈজদ্দদিন মন্ডল পাড়ার আহম্মদ শেখের ছেলে।

এ ঘটনায় আহতের মামা স্কুল শিক্ষক মো. জাফর ইকবাল বাদী হয়ে সোমবার রাতেই প্রতিবেশী ফজলুল হক ওরফে ফজল মোল্লার ছেলে মোঃ রায়হান মোল্লার (২০) নাম উল্লেখ ও আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহতের চাচাতো ভাই আক্তারুজ্জামান রনি জানান, মোঃ শাহাদাত শেখ গত রোববার সন্ধ্যার আগে স্থানীয় কাওসারের দোকানে যান। এ সময় অভিযুক্ত রায়হান মোল্লা দোকানের উপর গিয়ে তাকে তোতলা ও পাগল বলে কটাক্ষ করতে থাকে। কেন তোতলা ও পাগল বলা হলো এ নিয়ে প্রশ্ন করার এক পর্যায়ে  পাগল বললে কি হবে আর তোকে মারলেই বা কি হবে রায়হানের এমন কথায় ক্ষিপ্ত হয়ে শাহাদত সেখান থেকে বাড়ি চলে যায়। প্রতিদিনের মতো সোমবার ইফতারি করে মাগরিবের নামাজ পরে বাড়ি যাবার পথে স্থানীয় মৈজদ্দিন মন্ডল পাড়া জামে মসজিদ থেকে বের হয়ে ব্রিজের উপর দাঁড়ায় শাহাদাত। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা রায়হান মোল্লা হঠাৎ শাহাদতের ওপর চড়াও হয়ে ইচ্ছে মত কিল ঘুষি আর লাথি মারতে থাকেন।এক পর্যায়ে রায়হানের কাছে থাকা গিয়ার চাকু বের করে কোপ মারতে থাকে।

এ সময় শাহাদতের কপালে, চোখের নিচে ও পিঠে গুরুতর জখম হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে রাতেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে ভর্তি করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় আহত শাহাদাত শেখ এর মামা জাফর ইকবাল বাদী হয়ে রায়হান মোল্লার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২-৩ জনকে অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছিল। পলাতক থাকায় আটক করতে পারেনি। এ বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা