শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মরা পদ্মা মরা পদ্মা নদীতে নূন আক্তার (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের পিছনে হোসেন মন্ডল পাড়া মরা পদ্মায় গোসল করতে নেমে শিশুটির মৃত্যু হয়।
নুন আক্তার স্থানীয় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী। সে স্থানীয় হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা বক্কার সরদার এবং মাজেদা বেগম দম্পতির ছোট সন্তান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মা ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন।
শিশুটির বাবা বক্কার সরদার বলেন, আমরা স্বামী–স্ত্রী দু‘জনে মিলে কেকেএস স্কুলের গেটের সামনে ছোট্ট একটা দোকান করি। স্কুল ছুটির পর নুন প্রতিদিনের মতো একাই বাড়িতে চলে যায়। বাড়িতে নূনকে দেখাশোনা করার জন্য বাক ও শ্রবণ প্রতিবন্ধী আমার এক আত্মীয় রয়েছে। তার সাথে মরা পদ্মায় গোসল করতে গেলে নুন পানিতে ডুবে মারা যায়। প্রতিবন্ধী আত্মীয় তখন কাপড় ধোয়া নিয়ে ব্যাস্ত থাকায় সে কোনো কিছু বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ তাকে না দেখতে পেয়ে উপস্থিত সবাই চিৎকার –চেচামেচি করতে থাকে।
তিনি আরো বলেন, খবর পেয়ে আমরাও তৎক্ষনাৎ সেখানে গিয়ে অন্যান্যদের সহযোগিতায় নূনকে পানিতে খুঁজতে থাকি। কিছু সময় পর তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।