সাজ্জাত হোসেন, গোয়ালন্দঃ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদ এর আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় গোল্ডেন বয়েজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাশরাফি ফ্যান্স ক্লাব।
শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম। সংগঠনের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিল লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, পৌরসভার স্থানীয় কাউন্সিলর আলাউদ্দিন মৃধা প্রমূখ।
ফাইনাল খেলায় টসে জিতে গোল্ডেন বয়েজ ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফল শ্রুতিতে মাশরাফি ফ্যান্স ক্লাব ১৫ ওভারে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১১০ রান করতে সক্ষম হয়। ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গোল্ডেন বয়েজ ক্লাব সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রান করতে সক্ষম হয়। ফলে মাশরাফি ফ্যান্স ক্লাব ৬ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জয়ী দলের সেরা নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রানা।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হন রানার আপ দলের অনিক। সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন শুব্রত। খেলা শেষে সন্ধ্যায় অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তলে দেন।