Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে ১০টি স্বর্ণের বার উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলা এলাকা থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যসহ ৩ চোরাচালানিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত চোরাচালানি পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির হাজরাপাড়া গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. সাত্তার শেখ, সরিষা ইউপির বড় বনগ্রাম এলাকার আব্দুল খালেক বিশ্বাসের ছেলে মো. নাহিদুল ইসলাম (১৯) এবং কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর ইউপির মৃত আয়েন উদ্দিনের ছেলে মো. জহুরুল ইসলাম (৩৮)। সে ওসমানপুর ইউপি ৩নং ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ দিনরাত টহল ডিউটি ও আসামি গ্রেপ্তারের মাধ্যমে এই জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলতার সাক্ষর রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় পাংশা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক টিম নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার করে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে পাংশা থানার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের জনৈক আব্দুল হালিমের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশের টিম দেখে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। আভিযানিক টিমের সন্দেহ হলে তাদের গতিরোধ করলে তারা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের টিম তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরা পাড়ার সাত্তার শেখ, সরিষা ইউনিয়নের বড় বনগ্রামের নাহিদুল ইসলাম ও খোকশার ওসমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম। গ্রেপ্তার কৃতদের অবৈধভাবে স্বর্ণ বহন ও চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে উপস্থিত লোকজনের সামনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানান, দৌড়ে পালানোর সময় সে তিনটি স্বর্ণের বার ফেলে দিয়েছিলেন। তার দেখানো স্থান হতে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরবর্তীতে পাংশা থানার ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে ধৃত আসামি নাহিদের পরিহিত উভয় পায়ের জুতার মধ্য হতে কচটেপে মোড়ানো ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩০০ গ্রাম।

উল্লেখ্য, ১০টি স্বর্ণের বারের মধ্যে ৯টি অখন্ড বার এবং বাকী একটি বারের ভেতর ৬টি ছোট স্বর্ণের বিস্কিট ছিলো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

প্রেস বিফিংয়ে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি মনিরুজ্জামান খান, পাংশা থানার ওসি মাসুদুর রহমান প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রাজবাড়ীতে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চার লাখ টাকায় রফাদফা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার