নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, গোয়ালন্দ উপজেলার শ্রীদাম দত্ত পাড়া এলাকার মৃত ফজলু খাঁন এর ছেলে সেলিম খাঁন (৪২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে জেলার গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কছিম উদ্দিন পাড়া থেকে ২০০পিস ইয়াবাসহ সেলিম খানকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে ২০০ পিস ইয়াবাসহি সেলিম খানকে গ্রেপ্তার করে গেয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়। পরে রাতেই তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। মামলা দায়ের শেষে আজ শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।