ইমরান মনিম, রাজবাড়ীঃ “ফাগুনের হাওয়ায় বসন্তের রং ছড়ায়” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এ বসন্ত উৎসব উদযাপন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানার সভাপতিত্বে বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এসময় তিনি গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ।
এ উৎসবে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের সহধর্মিনী সহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও তাদের সহধর্মিনীরা উপস্থিত ছিলেন।
উৎসবে বসন্তের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে আরো প্রানবন্ত হয়ে উঠে বসন্ত উৎসব। পরে আগত অতিথিরা উপজেলার আয়োজিত ডিনারে অংশগ্রহন করেন।