নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে অপহৃত রজব আলী (৪২) নামের এক ব্যক্তিকে ৯৯৯-এ ফোন পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বালুর চর থেকে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশের দল। এর আগে দুর্বৃত্তরা তাকে নিজ এলাকা থেকে গত মঙ্গলবার অপহরণ করে।বৃহস্পতিবার উদ্ধার করে। পরে উদ্ধারকৃত রজব আলীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যক্তি রজব আলীকে নিজ এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে রজব আলীকে খোঁজাখুজি করে পরিবারের সদস্যরা। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নজরুল ইসলাম নামের স্থানীয় একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ ফোন করে রজবের ব্যাপারে তথ্য দেয়। ৯৯৯-এর ফোন কল রিসিভ করেন এএসএম ফয়সাল।
ফয়সাল কলটি তাৎক্ষণিক গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে অবগত করেন। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা কলের বিয়ষটি নিয়ে কাজ করে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘন্টা অভিযান শেষেদৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে ৫ কিলোমিটার অদূরে পদ্মার চর থেকে তাকে উদ্ধার করে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জেএম সিরাজুল কবির জানান, পাবনা থেকে অপহৃত রজব আলীর ব্যাপারে ৯৯৯ এ ফোন পেয়ে আমরা পদ্মা নদীর বালুর চরে অভিযান পরিচালনা করি। অবশেষে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে উদ্ধা করা হয়। পরে বৃস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।