Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৯ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে মারপিট করে পুলিশে সোর্পদ

রাজবাড়ী মেইল ডেস্ক
২ মার্চ ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগে শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন কামরুল ইসলাম শিবু ওরফে শের আলী (৪২) নামের এক যুবককে মারপিট করে পুলিশে দিয়েছে।বুধবার সন্ধ্যার আগ মুহুর্তে গোয়ালন্দ পৌরসভা এলাকায় ঘটনাটি ঘটে। কামরুল ইসলাম শিবু মৃত নুর মোহাম্মদ মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক।

এর আগে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেস্টা করে। তবে পরিবারের দাবী শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলে প্লে গ্রুপে পড়াশুনা করে। পুলিশের সহযোগিতায় শিশুটিকে সন্ধ্যা ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে শিশুটির পাশে তার মা রয়েছে। শিশুটির বাবা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকার হোটেল শ্রমিক।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, শিশুটি ক্লান্ত চোখে ঘুমিয়ে আছে। বিছানার পাশে তার মা বসে আছেন। মাঝে মধ্যে শিশুটি আঁতকে উঠছেন।

শিশুটির মা বলেন, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে আসরের আজানের পর তিনি বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় তার মেয়ে (৫) নিজ বাড়ির আঙ্গিনায় খেলা করতে ছিল। ঝাড়ু দেওয়া শেষ হলে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। খোঁজ করতে করতে  মেয়ের কণ্ঠ শুনতে পান। নাম ধরে ডাক দিলে ঘর থেকে প্যান্ট অর্ধেক খোলা অবস্থায় বের হতে দেখেন। এ সময় কামরুল ইসলাম শিবুও নিজের প্যান্ট ঠিক করা অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, এ সময় তার মেয়ের চোখে মুখে ভয়ের চিহৃ দেখতে পান। তাৎক্ষনিকভাবে কামরুল ইসলাম শিবুকে ঝাপটে ধরে। তার বড় ছেলে স্বাধীনকে ফোন করে ডেকে নিয়ে আসেন। এ সময় তার ছেলে স্বাধীনসহ স্থানীয় কয়েকজন এসেই তাকে (কামরুল ইসলাম শিবু) বেদম মারিপট করেন। পুলিশকে খবর দিলে পুলিশ সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থল নিজ বাড়ি থেকে কামরুল ইসলাম শিবুকে আটক করে থানায় নিয়ে আসে। একই সাথে পুলিশ শিশুটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টার দিকে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের সহযোগিতায় তার পরিবার হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে পুলিশ আইনগতভাবে পরীক্ষার জন্য বললে শিশুটির পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। আপাতত শিশুটির প্রাথমিক চিকিৎসা চলছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল নিজ বাড়ি থেকে অভিযুক্ত কামরুল ইসলাম শিবুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরিবার থেকে ধর্ষণের মামলা করেছে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দের আলোচিত পীর নুরাল হক পাগলের ইন্তেকাল

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক আটকে ধান মাড়াই, পথচারীদের দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে জোর করে ধর্ষণ, আসামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর হাসপাতালে ৮ মাসে দুদকের তিন দফা অভিযান, সত্যতা মিললো অনিয়মের

প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে হরতাল

রাজবাড়ীতে প্রবল স্রোতে পদ্মায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড, ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি

চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে বৃদ্ধা আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ড্যাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ভারী বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন প্রবাসী সালমান