নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার দিবাগত গভীররাতে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ইয়াবাবড়ি সহ মো. লালন সর্দার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার নুরু মন্ডল পাড়ার আক্কাস সর্দারের ছেলে। তার কাছ থেকে পুলিশ ২০পিস ইয়াবাবড়ি জব্দ করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির ১নং গলির শিরিন এর বাড়ির সামনে থেকে সন্দেহ ভাজন হিসেবে লালন সর্দারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ হাজার টাকা মূল্যের ২০পিস ইয়াবাবড়ি জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ব্যাপারে বুধবার রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।