ইমরান মনিম, রাজবাড়ীঃ তিন মাসেও খুজে পাওয়া যায়নি রাজবাড়ীর মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধি বালক নাফিজুর রহমান নির্ঝয়’কে(১৯)। নাফিজ রাজবাড়ী শহরের বিনোদপুর নতুনপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
সে ৩ ডিসেম্বর নারায়নগঞ্জ জেলার সেনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের প্রতাবের চর মোবারক হোসেনের বাড়ির ভারাটিয়ার বাসায় পরিবার সহ ভাড়া থাকত। মাঝে মাঝে পরিবারের কাউকে কিছু না বলে বিভিন্ন স্থানে চলে যেত। আবার একাই সে বাসায় ফরি আসত। কিন্তু গত ৩ ডিসেম্বর সে বাসা থেকে দুপুর ২ টার দিকে বেড়িয়ে যায়। পরে আর সে বাসায় ফিরে নাই। অনেক খুজে না পেয়ে এ বিষয়ে গত ডিসেম্বর মাসের ২২ তারিখে নারায়নগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। ডায়রি নং ১০৯৩।
নাফিজুরের গায়ের রং ফর্শা, মুখমন্ডল লম্বাকৃতি। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে এ্যাশ কালার গেঞ্জি ও লুঙ্গি পরনে ছিল। তার আত্মীয় স্বজনদের বাড়ি সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। যদি কোন সহৃদয় ব্যক্তি নাফিজুরের সন্ধান পান তাহলে নারায়নগঞ্জ অথবা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করার আহব্বান জানান তার বাবা আব্দুল ওহাব। যোগাযোগের নম্বর আব্দুল ওহাব-মোবাইল নং- ০১৯৩৬ ৪৩২০৭৪ /০১৭১০ ৩৬৮৬২০।