ইমরান মনিম, রাজবাড়ীঃ “মাদক ও অপসংস্কৃতির আগ্রাসন রোধে” রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হল তিনদিন ব্যাপি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাযত আলীর সভাপতিত্বে ও রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা শেষ হয়।
শেষ দিনের খেলায় “বাংলাদেশ ওপেন” ইভেন্টের ৮টি খেলার মধ্যে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহের শাহা ব্যাডমিন্টন দলের পরশ ও সোহাগ এবং রানার আপ হয় জাবের ও রাব্বি। “রাজবাড়ী ওপেন নন র্যাঙ্কিং” ইভেন্টের ফাইণাল খেলায় চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের রাব্বি ও ইমন এবং রানার আপ হয় সপু ও অপু। “রাজবাড়ী ওপেন” ইভেন্টে রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের পাংশার মালেক প্লাজার শামীম ও রিয়াজ চ্যাম্পিয়ন অর্জন করে। আর রানার আপ হয় মুন্না ও রোমান। বজয়ী দলের মধ্যে ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ক্লাবে সভাপতি কাজী হেফাযত আলী টিটু, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী ফুটবল ফেডারেশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের ডিআইওয়ান সাইদুর রহমান প্রমুখ।