Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা

রাজবাড়ীতে তিনদিন ব্যাপি ব্যাডমিন্টন প্রতিযোগীতা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ যুব সমাজকে মাদকসহ নানা অপসংস্কৃতি থেকে রক্ষায় এবং খেলাধুলার প্রতি মনোনিবেশ ও নতুন খেলোয়ার তৈরী করতে রাজবাড়ীতে তিনদিন ব্যাপি কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। বুধবার রাত আটটায় শহরের আজাদী ময়দানে জমকালো ও বড় ইনডোরে এ খেলার আয়োজন করা হয়।

উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। খেলায় তিনটি ইভেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পঞ্চাশোর্ধ দল অংশগ্রহন করবে। রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটোর সহযোগীতায় ক্লাবের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এবছর আয়োজনের মূল বিষয় ছিল যুব সমাজ ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মাদক, অপসংস্কৃতি হাত থেকে রক্ষা ও ব্যাডমিন্টন সহ হারিয়ে যাওয়া নানা ধরনের খেলাধুলা অংশগ্রহন বাড়ানোর প্রতি মনোনিবেশ করা। ভালো মানের ব্যাডমিন্টন খেলোয়ার তৈরী করা এবং শহর থেকে সবখানে ছড়িয়ে দিতে এ আয়োজন।

গত দুই বছর করোনা মহামারীর কারনে ব্যাডমিন্টন খেলার আয়োজন বন্ধ থাকলেও এবছর আন্তর্জাতিক পর্য়ায়ের দলের অংশগ্রহন বাড়িয়ে এর পরিধি আরো বাড়ানো হয়েছে। তিনটি ইভেন্ট, রাজবাড়ী ওপেন দৈত ব্যাডমিন্টনের প্রথম দিন বুধবার ২২টি দল অংশ নেয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বালাদেশ ওপেন দৈত-নন র‌্যাঙ্কিংয়ে ১৮টি দল এবং শুক্রবার বাংলাদেশ ওপেন দৈত ইভেন্টে ৮টি টিমের অংশ গ্রহনে ফাইনাল খেলার মাধ্যমে পুরস্কার বিতরন করা হবে। বিজয়ী দল প্রথম পুরস্কার ৫০ হাজার ও রানারআপ দলপাবে ২৫ হাজার টাকা। এছাড়া প্রথম ও দ্বিতীয় দিনের চ্যাম্পিয়নদের দেয়া হবে আর্থিক পুরস্কার।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা শেষে কেক কেটে ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমূখ।

ক্লাবের খেলোয়ার মিঠুন জানান, গত বছর গুলো থেকে এবছর, বড় আয়োজন করায় কমিটিকে অভিনন্দন। সাথে আমাদের প্রত্যাশা থাকবে প্রতিবছর যেন এ আয়োজন অব্যাহত থাকে। খেলা দেখতে আসা দর্শক মেহেদী হাসান, বাবু ও মইন জানান প্রতিবছর খেলাটি অব্যাহত থাকলে যুব সমাজ বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে এবং ভালো ভালো খেলোয়ার তৈরী হবে। যারা আন্তর্জাতিক পর্যায়ে খেলে রাজবাড়ী ও দেশের সুনাম বয়ে আনবে বলে জানান।

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, এ খেলার মাধ্যমে হেদায়েত হোসেনের স্মৃতিকে ধরে রাখতে অনেক ভালো একটি আয়োজন। তার অবদান ছিল সমাজ ও দেশের জন্য।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, তার পিতা কাজী হেদায়েত হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধায় তিনদিন ব্যাপি এ ব্যাডমিন্টনের আয়োজন করায় করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। রাজবাড়ীতে বড় একটি অডিটরিয়াম করা হবে। যাতে নতুন প্রজন্ম ও যুবসমাজ খেলাধুলার প্রতি ধাবিত হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি