নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ২০০ পিস ইয়াবা বড়িসহ এক তরুণকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ছয়ঘরিয়া রায়পুর এলাকার আবু তাহের এর ছেলে মোঃ নাছির উল্লাহ (২২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মোঃ আশরাফ আলী, এএসআই কাশেম মিয়াসঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া থেকে অভিযান চালিয়ে ২০০শ পিস ইয়াবাসহ ১ মাদককারবারীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।