আবুল হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার দৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে তাদের কার্যালয়ে রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের তত্বাবধানে এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়স্কদের চিকিৎসা পত্র ও হুইল চেয়ার প্রদান করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত অর্ধশতাধিক রোগি কে চিকিৎসা ব্যবস্থ পত্র দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্প শেষে পাঁচ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ৫ টি হুইল চেয়ার প্রদান করা হয়।
ক্যাম্পে রোগী দেখেন রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. নাসির উদ্দীন আহাম্মেদ। আরো উপস্থিত ছিলেন থেরাপি সহকারী শহিদুল ইসলাম, অফিস সহকারী জয়নুল আবেদীন, অফিস সহায়ক মো. গোলাম মোস্তফা, গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ, সহ-সাধারণ সম্পাদক ছিদ্দিক শেখ, সাংগঠনিক সম্পাদক গহের প্রামাণিক, সন্বয়ক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক খোরশেদ শেখ প্রমুখ।