নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা, গোয়ালন্দ বাজারের প্রবীণ মাছ ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্ত রঞ্জন দাস (৯৪) আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর হার্ট ফাউণ্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে তিনি বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে প্রথমে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর হার্ট ফাউ-েশন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বেলা পৌনে ১২টার দিকে পৌছলে কর্তব্যরত চিকিৎসকগন তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত চিত্ত রঞ্জন দাস গোয়ালন্দ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস এর বাবা। শনিবার বিকেল ৫টায় গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় মহাসশ্মানে তাঁর দাহ সম্পন্ন করা হয়।