নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন শহীদ মিনারের সামনে থেকে হেরোইনসহ মো. আব্দুর রহিম (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে। সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরাশিন গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।