নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর শহরের আড়ৎপট্টি জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আজম আহম্মেদ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আড়ৎপট্টি জামে মসজিদে বাদ এশার নামাজ আদায়ের পর মসজিদ কমিটির আয়োজনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি বাদল বিশ্বাস এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আড়ৎ পট্টির বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল জলিল শেখ, মুরাদ আল রেজা, কোষাধ্যক্ষ ডাঃ মনির হোসেন লাবলু, মসজিদের মুয়াজ্জিন আব্দুর রাজ্জাক, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা মো. জাফর হোসেন, মসজিদ কমিটির সদস্য সদস্য ডাঃ আব্দুল আউয়াল, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু সাঈদ, বালিয়াডাঙ্গা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাসুদুর রহমান, সহকারি কোষাধ্যক্ষ জহুর হোসেন বাহার, মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী ও মসজিদ কমিটির সদস্য আব্দুল খালেক, সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, ব্যাবসায়ী তাহাজ্জুত হোসেন তাহা প্রমুখ।
উল্লেখ্য, মুফতি আজম আহম্মেদ গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আড়ৎপট্টি মসজিদ কমিটি তাকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করেন এবং আড়ৎ পট্টি জামে মসজিদে নতুন ইমাম ও খতিব হিসাবে যোগদান করেন মুফতি সাইদ আহমদ।