ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাট গামী সড়কের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রোববার ভোররাতের দিকে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশের দাবী, তারা ফেরি ঘাট এলাকায় যাত্রীদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওহেদ ফকির পাড়ার নুর ইসলাম শেখ এর ছেলে মো. হিরু শেখ (২২), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ছানোয়ার বেপারীর ছেলে রাসেল বেপারী (২২), দৌলতদিয়া নাছির মাতুব্বর পাড়ার মো. মোসলেম শেখ এর ছেলে মো. আরিফ শেখ (২৮), মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. নুরুল ওরফে নূর-উস সাফা প্লাবন (২৮) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিনদিয়া গ্রামের শাহজাহান শিকদারের ছেলে মো. মাসুম শিকদার (২৩)। এসময় তাদের কাছ থেকে পুলিশ ১৬ ইঞ্চি লম্বা একটি লোহার তৈরী দা, ৮ ইঞ্চি লম্বা একটি প্লাস্টিকের হাতলযুক্ত স্টেইনলেস স্টীলের চাকু ও একটি ১২ ইঞ্চি লম্বা লোহার হাতুরি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতের দিকে পুলিশ জানতে পারে দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাট এলাকায় একদল তরুণ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে পুলিশ দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাট সংলগ্ন জনৈক ছবদুলের বালুর চাতালের পিছনের ফাঁকা জায়গা থেকে দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের শেষে বিকেলে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।