নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের হলরুমে পত্রিকাটির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাইফুর রহমান পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাবেক সভাপতি গণেশ পাল, সাবেক সাধারণ সম্পাদক শামীম শেখ, আক্তারুজ্জামান মৃধা, দৈনিক যায়যায়দিন পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি কুদ্দুসুল আলম, ডেইলি অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক ভোরের আকাশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দৈনিক বাংলা পত্রিকা ও অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন এর রাজবাড়ী প্রতিনিধি মইনুল হক মৃধা, দেশ রুপান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সরোয়ার মিরাজ, নয়া শতাব্দী গোয়ালন্দ প্রতিনিধি সাজ্জাদ হোসেন প্রমূখ।