নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ ভাসতে দেখে উদ্ধার করেছে নৌপুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া ঘাট নৌপুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে। বিকেল ৪টা থেকে স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে। সন্ধ্যার দিকে লাশটি তুলে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এর আগে গত ২০ ডিসেম্বর দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাটের পন্টুনের কাছে ৩৫ বছর বয়সী অজ্ঞাত আরেক যুবকের লাশ উদ্ধার করে নৌপুলিশ। সুরতহাল শেষে লাশের ময়না তদন্ত সম্পন্ন হলেও আজো তার পরিচয় শনাক্ত হয়নি। পরে লাশটি রাজবাড়ীর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে।
স্থানীয় কয়েকজন জানান, বুধবার বিকেল ৪টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে মাত্র ২০০ গজ উজানে পদ্মা নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় কয়েকজন জেলে। পরে বিষয়টি জেলেরা স্থানীয়দের মাধ্যমে দৌলতদিয়া ঘাট নৌপুলিশকে জানায়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে নৌপুলিশের দল ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদীর পাড়ে পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় অজ্ঞাত ৩৫-৩৬ বছর বয়সী এক যুবকের লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার কার্যক্রম শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। সুরতহালে তার শরীরে আকাশি রঙের একটি শাট, শরীরের সাথে রাবারের এক জোড়া স্যান্ডেল বাধা এবং জাঙ্গিয়া পড়া অবস্থায় দেখতে পায়। এছাড়া লাশে পচন ধরায় চেহারা বোঝা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে হয়তো মারা গেছে।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবির বলেন, লাশে অতিরিক্ত পচন থাকায় এবং মাংস খুলে পড়ায় ধারণা করা হচ্ছে অন্তত ৮-১০ দিন আগে তার মৃত্যু হয়েছে। রাজবাড়ী বা পাবনা অঞ্চল থেকে লাশটি ভাসতে ভাসতে এখানে এসে আটকে পড়েছে। তার শরীরের একটি আকাশি রঙের শাট এবং এক জোড়া রাবারের স্যান্ডেল বাধা ছিল। এছাড়া পড়নে শুধুমাত্রা জাঙ্গিয়া ছিল। তবে কোথাও বড় কোন ক্ষতের চিহৃ দেখা যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালে পাঠনোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।