• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৩

জসীম মঞ্চে হযরত খাজা মাইনুদ্দিন চিশতী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশন

অনলাইন ডেস্ক

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ আবহমান গ্রাম বাংলার কবি পল্লীকবি জসীম উদ্দিন এর ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জসীম উদ্যানে শুরু হয়েছে ২১দিন ব্যাপী জসীম পল্লী মেলা।আর মেলা মঞ্চে বিকাল সাড়ে ৪টা থেকে ফরিদপুর জেলার বিভিন্ন সংগঠন পল্লীগীতি, জারি সারি, বাউলগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে।

মঙ্গলবার(২৪ জানুয়ারী)রাতে জসীম মঞ্চে আধ্যাত্মিক সংগীত পরিবেশন করেন ফরিদপুর শহরের ষ্টেশন রোড়স্থ সুনামখ্যাত শিল্পী গোষ্ঠী হযরত খাজা মাইনুদ্দিন চিশতী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পিরা। রাত ৮টায় মেলা মঞ্চে উঠে একে এক ১০টি ভাব সংগীত পরিবেশন করেন আব্দুস সালাম বয়াতী, গোলাম রব্বানী ভান্ডারী, নুর ইসলাম বাউল, ইউনুস বয়াতীসহ অন্যান্য শিল্পীরা।

এ সময় বাদ্যযন্ত্রে ছিলেন মন্দিরাঃ আবুল খায়ের বাউল হারমুনিয়ামঃ হালিম দেওয়ান বাশিঃ খলিল দেওয়ান ঢোল বাদকঃ জিদান ঢুলি, ঢোল খোলসহ অন্যান্য যন্ত্রবাদকেরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের বাউল।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর