মাহবুব পিয়াল, ফরিদপুরঃ আবহমান গ্রাম বাংলার কবি পল্লীকবি জসীমউদ্দিন এর ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে জসীম উদ্যানে শুরু হয়েছে ২১দিন ব্যাপী জসীম পল্লী মেলা। আর মেলা মঞ্চে বিকাল সাড়ে ৪টা থেকে ফরিদপুর জেলার বিভিন্ন সংগঠন পল্লীগীতি, জারি সারি, বাউলগান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে।
রোববার (২২ জানুয়ারী) রাতে জসীম মঞ্চে বাউল সংগীত পরিবেশন করে ফরিদপুরের সুনামখ্যাত বাউল শিল্পী গোষ্টি আবুল খায়ের বাউল গোষ্টি। রাত ৮টায় মেলা মঞ্চে উঠে বাউল আবুল খায়ের একে এক ৮টি সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলে। অনুষ্ঠানে আরো বাউল সংগীত পরিবেশন করেন বাউল হালিম দেওয়ান, দুলাল বাউল, ফাতেমা সরকার, খলিল দেওয়ান সহ অন্যান্যরা। যন্ত্রসংগীতে ছিলেন হারমুনিয়ামঃ খলিল মাস্টার, বাশিঃ লিয়াকত মাস্টার, মন্দিরা বাদকঃ সালাম বাউল, প্যাডঃ ও তবলায় ছিলেন শামিম বাউল ।