নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী ফকীর রফিকুল ইসলাম সবুজ (৫২) ত হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)। শনিবার (২১ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ার নিজ বাড়িতে মারা যান।
মৃত্যুকালে তিনি বাবা, তিন বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রফিকুল ইসলাম সবুজ গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফকীর জালাল উদ্দীন এর বড় ছেলে। সবুজ নিজেও গোয়ালন্দ বাজারে ব্যবসা করতেন। রোববার দুপুর ২টায় ছমির মোল্লা ঈদগা ময়দানে নামাজে জানাযা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের ভাতিজা।