নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের ১২তম সম্মেলনের মধ্য দিয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। শিশির বিন্দুকে বলা হচ্ছে দেশের প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠির কার্যালয়ে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ।
সন্ধ্যায় কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে কাওসার আহমেদ রিপনকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। সে কমিটির সহসভাপতি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ ছাড়াও ডাকসুর সাবেক ভিপি ও সিপিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশিরকে বিশেষভাবে অভিন্দন জানিয়েছেন।
শিশির বিন্দুর বাড়ী রাজবাড়ীর সদর উপজেলায় সোনাকান্দর এলাকায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় শিশির। বর্তমানে শিশির বিন্দু সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী।
শিশির বিন্দু বলেন, দুই বছর আগে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হই। ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদের বিভিন্ন সময় ছাত্রদের অধিকারে নানা কর্মসূচি পালন করতে দেখে তাদের কর্মসূচিতে আসতাম। আমিও ছাত্রদের নিয়ে কাজ করতে চাই। তাই নিজের আগ্রহ থেকে পরে সংগঠের সদস্য হই। ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে তারপর থেকে কাজ করে যাই। আমি রাজবাড়ী থেকেই রাজনীতি করতে চাই। আমাকে জেলা সংসদের সহ-সভাপতি নির্বাচিত করায় আমি খুবই আনন্দিত।
শিশির বিন্দুর অভিনন্দন জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিপির) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাস সেলিম ফেসবুকে লিখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো ছাত্র ইউনিয়নের হাত ধরে। দেশের রাজনীতির ইতিহাসে প্রথম যুক্ত হলো কোনো ট্রান্সজেন্ডার ছাত্রনেতা! বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলার সহ সভাপতি হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শিশির বিন্দু প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়। কমরেড বিন্দু, অভিনন্দন।
এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিশির তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সব প্রকার লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।
১৫ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি রাতুল ইসলাম জনি, সহকারী সাধারণ সম্পাদক হৃদয় খান, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, দপ্তর সম্পাদক লাবিব মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক অর্নিকা দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রাফিদুল ইসলাম। সদস্য মনজয় সরকার। কাউন্সিল অধিবেশন শেষে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ।
ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কাওসার আহমেদ রিপন বলেন, রাজনীতির ইতিহাসের প্রথম কোন ট্রান্সজেন্ডার ছাত্র রাজনীতিতে এসেছে। জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানায়। যে কোনো অধিকার সংগ্রামে সে আগেও পাশে ছিল, এখনো থাকবে। তাকে সঙ্গে নিয়ে আমরা ট্রান্সজেন্ডারদের অধিকার ও দাবি আদায় নিয়ে কাজ করব।