নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবহত একটি প্রাইভেটকারসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণ মো. বাবু ভূইয়া (৩২)। সে চুয়াডাঙ্গার দামরুহদা উপজেলার রেডিও কলোনী এলাকার আরশাদ আলী ভূইয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালায়। এসময় দৌলতদিয়া ঘাটগামী একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-২২৯৫) এর গতিবিধ দেখে সন্দেহ হলে আটক করে। পরে প্রাইভেটকার চালকের আসনে থাকা বাবু ভূইয়াকে ৭০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়। একই সাথে প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মঙ্গলবার রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আজ বুধবার গ্রেপ্তারকৃত আসামীকে জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।