নিজস্ব প্রতিবেদক, পাংশাঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর হিমেল বাতাসে শীত জেঁকে বসেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন ব্লাড ডোনেশন সংস্থার তরুণেরা।
বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বাগদুলি স্কুল মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করে সংগঠনটি। স্থানীয় শতাধিক দুঃস্থ্য, অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক, ইউনিয়ন পরিষদের সচিব আজিজুল ইসলাম, বাগদুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক, সহকারী শিক্ষক ও ব্লাড ডোনেশন সংস্থার উপদেষ্টা জালাল আহমেদ, ব্লাড ডোনেশন সংস্থার সভাপতি ওয়াহেদুর রহমান, সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক রাশেদ সহ ব্লাড ডোনেশন সংস্থার সদস্য ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।