নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ শিশু সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে সুবিধা বঞ্চিত নানা বয়সী শিশুদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তি মহিলা সমিতি (এমএমএস) বেসরকারী সংস্থা নামক যৌনকর্মীদের নিয়ে গঠিত সংগঠন। শুক্রবার সংস্থাটির দৌলতদিয়া কার্যালয়ের মাঠে আলো প্রোগ্রামের আওতায় মেয়ে শিশুদের বার্ষিক সমাবেশ উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের প্রভাষক মনা সালেহা, মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মুঞ্জু, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন, নারী উদ্যোক্তা খাদিজাতুল কোবরা প্রমূখ।
মুক্তি মহিলা সমিতির আলো প্রোগ্রামের সমন্বয়ক আখি আক্তারের সঞ্চালনায় দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরনী ও একত্রে মধ্যাহৃ ভোজ। এতে দৌলতদিয়া পূর্বপাড়া সহ স্থানীয় সুবিধা বঞ্চিত মেয়ে শিশুরা এসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।