নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আজ বুধবার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সমস্যার পাশাপাশি মাদক এবং সামাজিক অবক্ষয়ের বিষয়টি গুরুত্ব পায়। এসময় বক্তারা সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক সহ সামাজিক সমস্যা দূর করার প্রত্যয় ব্যাক্ত করেন।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকতৃা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমীরুল ইসলাম শামীম, গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মনিরুল মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমীরুল ইসলাম শামীম বক্তব্যে বলেন, বর্তমানে উপজেলায় সামাজিক অপরাধ বেড়ে গেছে। হাসপাতালে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। মাঝেমধ্যে শিশু বাচ্চারা ধর্ষণের শিকার হয়ে ভর্তি হাসপাতালে হচ্ছে। এসব শিশুর অধিকাংশের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে। বিষয়টি খুবই ভয়ঙ্কর ব্যাপার। সম্প্রতি এ ধরনের অভিযোগ নিয়ে চারটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অপরাধ কমিয়ে আনতে উপজেলা প্রশাসনের সাথে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার অনুরাধ জানান তিনি।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, পদ্মাসেতু চালুর পর এখন দৌলতদিয়া ঘাট অঘাটে পরিণত হয়েছে। আগে প্রতিদিন শত শত গাড়ি পারাপার হতো। গাড়ি পারাপার করা, যাত্রী তুলে দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করতো। বর্তমানে গাড়ি না থাকায় কয়েকশ মানুষ বেকার হয়ে পড়েছে। যে কারনে এসব মানুষ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। বিশেষ করে যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা থেকে এখনো মাদকমুক্ত সম্ভব হয়নি। প্রতিনিয়ত পুলিশ গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে পাঠালেও মাদক ব্যবসায়ীর সংখ্যা কমছেনা।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মনিরুল মিয়া বলেন, পুলিশ নিয়মিত মাদকসেবী বা ব্যবসায়ীদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠাচ্ছে। শুধু পোড়াভিটায় নয়, যৌনপল্লিতেও মাদকের কারবার চলছে। শুধুমাত্র পুলিশের ওপর নির্ভর না করে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এসব প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, পোড়াভিটার জায়গাটি রাজবাড়ী পৌরসভার। রাজবাড়ী পৌরসভা কর্তৃপক্ষের কাছে বলা দরকার, আপনার জায়গা আছে বলে যা খুশি তাই করতে পারবেননা। পোড়াভিটা থেকে বহিরাগতদের সরিয়ে প্রয়োজনে ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান গড়া যায় কিনা? একজন ইউএনও, একজন ওসি আর একজন এসিল্যান্ড দিয়ে সব কাজ করা সম্ভবনা। পরিবর্তন করতে প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। শুধু মিটিংয়ে বসে মাদক নিয়ে কথা বললে কোন কাজ হবেনা। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হবে।
সভার সভাপতি ইউএনও মো. জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন সব বিষয়ে তৎপর রয়েছে। মাদকসহ সামাজিক অপরাধ দূর করতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে এগিয়ে আসা দরকার।