নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া মধুপুর মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোল্লা (৭০) নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। সে নারুয়া বাজারে লেপ তোষকের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে মাজেদ মোল্লা নারুয়া বাজার দোকানের দিকে যাচ্ছিলেন। এমন সময় গঙ্গারামপুর তিন রাস্তার মোড়ে এলে দ্রুত গতির ইট ভাটার একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। তার মরদেহ বাড়ীতে রাখা হয়েছে। ব্যাবসায়ী মাজেদ মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করেছে তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।