নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা আয়ামী লীগের আয়োজনে জেলা শহরের আজাদী ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, জেল আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি।
সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।দুর্নীতি ও অপশক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২০২৪ সালের নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।