মইন মৃধা, গোয়ালন্দঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোক মিছিল ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা শাখা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই কর্মসূচী পালন করা হয়।
গোয়ালন্দের শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে আলোক মিছিল বের হয়ে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনসহ শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ১মিনিট নীরবতা পালন, শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের চেনতা সমুন্নত রাখার শপথ পাঠ করা হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যাক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবাসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা শাখার সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, সদস্য আসাদুজ্জামান সেলিম, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।