নিজস্ব প্রতিবেদক, কালুখালীঃ রাজবাড়ীতে ৮০০ পিচ ইয়াবা বড়ি ও নগদ অর্থসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদককারবারীরা হলেন, আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের খোকন বেপারীর ছেলে আজিজুল বেপারী (৩৮) ও হোগলাডাঙ্গী গ্রামের খোকন শেখ এর ছেলে মিজান শেখ (৩৮)।
শুক্রবার সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার আজিজুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ির গরুর ঘর থেকে ওই দুই মাদক ব্যবসায়ী পালানো চেষ্টা করলে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তারের পর গরু ঘরে তল্লাশি চালিয়ে ৮০০ পিচ ইয়াবা বড়ি ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত তিন লাখ ৮২ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।