নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালপট্টি এলাকা থেকে ৫১০ পিস ইয়াবা বড়ি সহ এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গ্রেপ্তারকৃত যুবক রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর এলাকার মৃত বালাজ উদ্দিন শেখ এর ছেলে নায়েব আলী অরফে গেদা (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে এসআই মোঃ হেমায়েত হোসেন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয়ফোর্স সহ জেলার বালিয়াকান্দি উপজেলার তালপট্টি চেয়ারম্যান মোঃ হারুন মিয়ার স’মিল এর সামনে থেকে ৫১০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ উক্ত আসামীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ৭টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।