নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া থেকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে একটি পাইপগান সদৃশ্য অস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তরুণের নাম মো. রমজান শেখ (২৮)। সে বাহির চর দৌলতদিয়া কাশেম মেম্বার পাড়ার মো. মাঈন উদ্দীন শেখ এর ছেলে।
র্যাব-৮ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি দল গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালায়। এসময় নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরী পাইপগান সদৃশ্য অস্ত্রসহ রমজান শেখকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সকালে র্যাব বাদী হয়ে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা (নং-৩২) দায়ের করেছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বৃহস্পতিবার সকালে মামলা দায়ের শেষে তাকে দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।