হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ঘরে প্রতিবন্ধী মেয়ের আহার জোগাড় করতে কাকডাকা ভোর থেকে যুদ্ধ করে সংসার চলে মা আফরোজা বেগমের। তিনি সূতার সাথে চুম্বক বেঁেধ চিকন ক্ষুদ্র লোহার জিনিসগুলো কুড়ানোর কাজ করেন। আর সেগুলো বিক্রি করে যা টাকা আয় হয় তাই দিয়ে সংসার চলে মা মেয়ে দুজনের। রাজবাড়ী শহরের প্রেসক্লাব সংলগ্ন বর্ণালী আর্ট ব্যানারের দোকান এলাকায় এরকম ব্যতিক্রম দৃশ্যটি চোখে পড়ে।
এ প্রতিনিধির সাথে চিকন ক্ষুদ্র লোহা কুড়ানোর ফাঁকে ফাঁেক কথা হচ্ছিল অসহায় বয়স্ক বৃদ্ধা আফরোজা বেগমের। তিনি জানান, তার ঘরে একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে। সংসারে তাদের দুজনের খাবার জোগার করার জন্য প্রতিদিন কাকডাকা ভোরে তিনি বাড়ি থেকে বের হন। লোহা কুড়িয়ে সেগুলো বিক্রি করে সংসার চালান তিনি। তিনি থাকেন রাজবাড়ী শহর এলাকার ফুলতলা এলাকায়।
তিনি আরো বলেন, গত দুই মাস যাবত তিনি প্রতিদিন রাজবাড়ী প্রেসক্লাব এলাকার ব্যানার, সাইনবোর্ড লেখার সাটার বন্ধ থাকা দোকানগুলোতে কুড়াতে আসেন। চিকন ক্ষুদ্র লোহাগুলো কুড়িয়ে প্রথমে তিনি একটি পোটলার মধ্যে ভরেন। পরে বাজারের দোকানে ১৫/২০ টাকা কেজিতে বিক্রি করে দেন। সেখান থেকে যে টাকা আয় হয় তাই দিয়ে চাল-ডাল কিনে কোন রকম সংসার চলে বলে জানান।
সাংবাদিক মেহেদী হাসান বলেন, বৃদ্ধা আফরোজা বেগমের চুম্বক দিয়ে চিকন লোহার ক্ষুদ্র জিনিসগুলো কুড়ানোর চিত্রটি আমি প্রথম দেখি। দেখে টেলিভিশনে আমার একটি প্যাকেজ করার খুব ইচ্ছে পোষন করি। তবে একজন সংবাদকর্মী হিসেবে এরকম একটি ব্যতিক্রম চিত্র এর আগে কখনো দেখিনি বলে জানান তিনি।