কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে ব্রেকফেল করে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেল একটি পণ্যবাহী ট্রাক। তবে ট্রাকটির চাকা ফেরির র্যাম পোষ্ট ভেঙ্গে ফেরি ও পন্টুনের মাঝে আটকে থাকায় ৪নম্বর ফেরি ঘাট দিয়ে বন্ধ রয়েছে যানবাহন পারাপার। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া ৪নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১১ ঘন্টা পর ঘাটটি চালু করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দিবাগত রাত দেরটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ইউটিলিটি হাসনা হেনা ফেরি থেকে নামার এক পর্যায়ে পণ্যবাহী ট্রাকটি (সাতক্ষীরা ট ১১-০২০৬) ফেরি থেকে নামার পকেট র্যামের সড়কের মাঝামাঝি আসার পর নিয়ন্ত্রণ হারায়। সড়কটি ঢালু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকটি পেছনের দিকে গিয়ে সজোরে ফেরির সাথে আঘাত করে এবং ফেরির র্যাম পোষ্ট ভেঙে পন্টুন ও ফেরির র্যামের ফাকা জায়গায় আটকে যায়। এসময় ফেরিতে কোন গাড়ি এবং পন্টুনে কোন মানুষ দাঁড়ানো না থাকায় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটেনি। তা না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
পণ্যবাহী ট্রাকের চালক মো. আবু সাঈদ বলেন, সবার শেষে ফেরি থেকে নেমে পকেট সড়কের মাঝামাঝি জায়গায় আসার পর গাড়িটি ব্রেকফেল করে। পকেট সড়কটি ঢালু হওয়ায় গাড়িটি পেছনের দিকে গিয়ে ফেরির সাথে আঘাত করে আটকে যায়।
হাসনাহেনা ফেরির মাস্টার অফিসার রুমান সরকার রতন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ট্রাকটির আঘাতে ফেরির র্যাম পোষ্ট ভেঙে গেছে। ট্রাকটির চাকা ফেরির র্যাম পোষ্ট ও পন্টুনের ফাঁকা জায়গায় আটকে থাকায় ঘাটটি বন্ধ রয়েছে। ট্রাকটির মালামাল নামানো হচ্ছে র্যাকার আনা হয়েছে মালামাল নামানো হলেই ট্রাকটিকে টেনে তোলা হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসাইন জানান, দুর্ঘটনার কবলে পড়া পণ্যবাহি ট্রাকটি মঙ্গলবার সকাল ১০টার দিকে সরিয়ে ফেলা হয়। এরপর আনুসাঙ্গিক কাজ শেষ করে দুপুর ১২টার দিকে ৪নম্বর ঘাটটি চালু করা হয়েছে। সব মিলে এই ঘাটটি প্রায় ১১ ঘন্টার মতো বন্ধ ছিল।