জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ফরিদপুরে শতনীড় মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারন সভা শনিবার সকাল ১১টায় শহরের ঝিলটুলী খায়রুন্নেছা গার্ডেন সিটিতে অনুষ্টিত হয়েছে। শতনীড় মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মতিউর রহমান শামীম, ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান, নগরকান্দা উপজেলা সমবায় অফিসার মোঃ আফজাল হোসেন। সভায় বাষির্ক প্রতিবেদন উপস্থাপন করেন সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গির হোসেন। পরে মুক্ত আলোচনায় অংশ নেন প্রকৌশলী মোঃ নুরুল হক মোল্লা, মোঃ আমীর হোসেন খান, এ্যডভোকেট হাফিজুর রহমান,অধ্যাপক আব্দুল ওহাব, মোঃ নজরুল ইসলামসহ আরো অনেকে। সাধারন সভা শেষে সদস্যদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্টিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।